এবার করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে ভারত সরকারের পাশে দাঁড়ালো বিসিসিআই। করোনা আক্রান্তদের চিকিৎসার খরচ জোগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছে PM CARES ফান্ড। দেশের যেকোনো মানুষ এই ফান্ডে নিজের সাধ্যমত টাকা জমা করতে পারবেন। এই তহবিলে যাতে দেশের মানুষ অর্থ সাহায্য করে তার জন্য আবেদন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এল।
বিসিসিআই এর তরফে জানানো হয়েছে দেশের এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। সেই কারণেই শনিবার বিসিসিআই এর তরফে ঘোষণা করা হয়েছে দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর PM CARES এ 51 কোটি টাকা জমা করবে বিসিসিআই।
বিসিসিআই এর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে দেশের সকলেই উচিৎ সরকারের পাশে দাঁড়ানো। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ এবং সমস্ত রাজ্য ক্রিকেট বোর্ড গুলির সাথে আলোচনা করেই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে করোনা মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে 51 কোটি টাকা।