ভারতের সুরক্ষাকর্মী CISF ও BSF এর উপরেও করোনার আক্রমন,আরো সতর্ক হোক দেশবাসী

সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) পঞ্চাশ জন কর্মীকে মধ্য প্রদেশের গোয়ালিয়র জেলার টেকানপুর শহরের বিএসএফ একাডেমিতে কোয়ারান্টাইনড করা হয়েছে। এই কর্মকর্তা বিএসএফ একাডেমির উভয় পরিচালক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) এবং ইন্সপেক্টর জেনারেল (আইজি) উপস্থিত ছিলেন এমন একটি সভায় অংশ নিয়েছিলেন। সভায় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক করার চেষ্টা করছে। আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। কারণ ইতালিতে এতো মানুষ মারা গেছে কোরোনায়। আর এবার সেই নিশানায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে এখনও অবধি মৃতের সংখ্যা ১,০৩১। সংক্রামিত ৬৮ হাজারের বেশি। আমেরিকায় করোনার আক্রান্ত সবথেকে বেশী রয়েছে নিউ ইয়র্ক এ।   সেখানে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে।

italy coronavirus doctor 1

আর পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে প্রশাসন। আর ভারোতেও পরিস্থিতি ভালো নয়। ইতিমধ্যে হাজার এর গন্ডি ছুঁয়ে গেছে ভারতের আক্রান্ত সংখ্যা।একজন সিআইএসএফ কর্মীও ভাইরাসের জন্য তিনি পরীক্ষা করেন,  আর এর মধ্যে তিনি জানান তিনি অসুস্থ বোধ করছিলেন। সর্দি কাঁশি হয়েছিলো।

সিআইএসএফের মুখপাত্র হেমেন্দ্র কুমার বলেছেন, সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। “তিনি হিরানন্দনী হাসপাতালে প্রথমে ছিলেন এবং একবার তার পরীক্ষা ইতিবাচক দেখালে তাকে কস্তুরবা গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। “

সম্পর্কিত খবর