- ৪২ বছর বয়সী ব্যক্তি করোনাভাইরাস চিকিত্সা হাসপাতাল গঠনের জন্য সরকারকে ৪ একর বা দশ বিঘা জমি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
- গো
টা
- বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮।ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৭, এঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। আর আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন। কিন্তু পরিস্থিতি এখনো যেইদিকে এগোচ্ছে তাতে কার্যত একটা ছবি পরিষ্কার আগামী আরো এক মাস এই পরিস্থিতি বিপথে যেতে চলেছে।
আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা ঘোষণা দিয়েছিলেন যে সরকার আইসিইউ এবং ভেন্টিলেটর নিয়ে পাঁচশ শয্যাবিশিষ্ট পাঁচটি কোভিড -১৯ হাসপাতাল তৈরি করবে।
“পুরো বিশ্ব এখন মারাত্মক ভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সবাইকে আতঙ্কিত করে তুলছে এবং ভারতেও প্রায় এক হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমাদের পরিবার সিদ্ধান্ত নিয়েছে একটি কোভিড -19 হাসপাতাল নির্মাণের জন্য সরকারকে 10 বিঘা জমি দান করা হবে ” এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী কৃষ্ণ মহন্ত।
ইতোমধ্যে, রাজ্য সরকার ইতিমধ্যে পাঁচ টি হাসপাতালের জন্য পাঁচটি অবস্থান বেছে নিয়েছে যা প্রাকসংশ্লিষ্ট উপাদান ব্যবহার করে ২মাসের মধ্যে নির্মিত হবে। নির্বাচিত অবস্থানগুলি হ’ল গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, লক্ষিমপুর এবং বনগাইগাঁ। এবার কিছু দিন পরেই শুরু হয়ে যাবে এই হাসপাতালের কাজ। আশা করা হচ্ছে এবার এই হাসপাতালে অন্তত অনেক মানুষ করোনা ভাইরাসের চিকিৎসা পাবেন। আর তাতে উপকৃত হবেন অনেকেই।