করোনার বিরুদ্ধে লড়াইতে সাংসদ তহবিল থেকে ৮ কোটি টাকা দান করলেন রুপা গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে এখন আতঙ্কের নাম করোনা (corona virus)। কেন্দ্র সরকারের পাশাপাশি প্রত্যেকটি রাজ্যেরই সরকার নিজের সর্বস্ব দিয়ে এই ভাইরাসকে রোখার চেষ্টা করছেন। সরকারের পাশে দাঁড়াচ্ছেন বিশিষ্টজনেরাও। তাঁরাও রাজ্যবাসীদের জন্য মুক্তহস্তে দান করছেন। বাদ নেই এ রাজ্যও। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) একাধিক উদ্যোগ নিয়েছেন। এবার রাজনৈতিক গণ্ডি পেরিয়ে রাজ্যবাসীর স্বার্থে ৮ কোটি টাকার অনুদান দিলেন অভিনেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ( Rupa Gangopadhyay) ।

corona 7

রাজ্যে বিজেপির (BJP) এক বিধায়ক সহ করোনা মোকাবিলায় অর্থ দান করলেন ১৭ সাংসদও। আজই তৃণমূলের (TMC) সাংসদরা করোনা মোকাবিলায় সাংসদ তহবিলের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে সর্বোচ্চ ১.১ কোটি টাকা দান করা হয়েছে। সেই অঙ্ককে পেছনে ফেলে দিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি দিচ্ছেন ৮ কোটি টাকা।

corona 11110000

অভিনেত্রীর পাশাপাশি তিনি রাজ্য বিজেপির নেত্রীও। ফলে এই দুর্দিনে সাংসদ তহবিলের পাশাপাশি তিনি নিজের একমাসের বেতনও রাজ্য এবং দেশের স্বার্থে খরচ করছেন। উল্লেখ্য, এই রাজ্যে তিনি একমাত্র বিরোধী নেত্রী, যিনি রাজ্যের জন্য সবথেকে বেশী অনুদান দিচ্ছেন। প্রথমে তিনি ২ কোটি টাকা এবং পরে ৬ কোটি টাকা দেন। যার মধ্যে চিকিত্সকদের জন্য মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার (sanitizar) বাবদ আলাদা করে টাকাও ধার্য করেন।

প্রসঙ্গত, আপাতত করোনার জেরে গোটা রাজ্য লকডাউন (lockdown)। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই অবস্থা। এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮। যাদের মধ্যে তিন করোনাভাইরাসে (corona virus) আক্রান্ত রোগীরা আপাতত সুস্থের পথে। এই তিনজনই হলেন রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত রোগী।

সম্পর্কিত খবর