প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সচরাচর আবেগতাড়িত হতে দেখা যায় না, আসলে ধোনির চারিত্রিক বৈশিষ্ট্য ওই রকম নয়। আমরা সকলেই কম বেশি জানি ধোনির চারিত্রিক দৃঢ়তার কথা। কিন্তু ধোনিও যে অনেক আবেগপ্রবণ মানুষ সেই গল্পই শোনালেন এক সময় ধোনির সতীর্থ ওয়াসিম জাফর। ওয়াসিম জাফর জানালেন ধোনি ক্রিকেট খেলে খুব বেশি অর্থ উপার্জন করতে চান নি, ধোনি সবসময় চেয়েছিলেন শান্তিতে জীবনযাপন করতে সেই কারনে ক্রিকেট খেলে ধোনি 30 লক্ষ টাকা উপার্জন করতে চেয়েছিলেন।
ওয়াসিম জাফর টুইটারে সমর্থকদের সাথে প্রশ্নোত্তর পর্বে জানালেন, “সেই সময় ভারতীয় দলে ধোনি হয়তো দু-একবার খেলেছিলেন, সেই সময় একদিন হঠাৎ ধোনি বলেন যে আমি ক্রিকেট খেলে 30 লক্ষ টাকা উপার্জন করতে চাই যাতে বাকি জীবনটা রাঁচিতে শান্তিতে কাটাতে পারি।”
সম্প্রতি প্রাপ্তন ভারত অধিনায়ক কে নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে কারন এই মুহূর্তে ধোনির মোট 800 কোটি টাকার সম্পত্তি থাকার সত্ত্বেও তিনি করোনা মোকাবিলায় মাত্র এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আর এতেই চটেছেন ধোনির সমর্থকরা।