বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস (COVID-19)। চীন ছাড়িয়ে এই ভাইরাস প্রায় সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে। এখনও অবধি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় ৮ লক্ষ মানুষ এবং মৃতের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এই সময় দেশের প্রাধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ত্রাণ তহবিলের আয়োজন করেছেন। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অর্থ অনুদান দিচ্ছেন।
দেশ জুড়ে এই সংকটের পরিস্থিতিতে মানুষ যেমন মানুষের কথা চিন্তা করছে, তেমনই পশুপাখির কথাও চিন্তা করছে। যে কোনোরকম সমস্যায় মানুষ তাঁর মনের কথা ব্যক্ত করতে পারে। কিন্তু অবলা পশু পাখিরা তা পারে না। আর এখন যখন গোটা দেশে লকডাউন অবস্থা জারি হয়েছে, তখন রাস্তার পশু পাখিদের খাবারের সংকট দেখা দিয়েছে। আগে মানুষের অবশিষ্ট খাবার থেকেই তাঁদের খাবারের জোগান হত। কিন্তু এখন এই পরিস্থিতিতে মানুষ তাঁর খাবারও পরিমাপ করে খাচ্ছে। সমস্যায় পড়েছে পশু পাখিরা।
Odisha: State Govt has approved Rs 54 lakhs from Chief Minister's Relief Fund for feeding stray animals in 5 Municipal Corporations and all 48 Municipalities of the state during #CoronavirusLockdown period. pic.twitter.com/Dermc7nbCK
— ANI (@ANI) March 30, 2020
এই অবলা জীবদের কথা মাথায় রেখে উড়িষ্যার (Odisha) সরকার ৫৪ লক্ষ টাকা ঘোষণা করেন। যা দিয়ে এই কুকুর, ছাগল, গোরু, বিড়াল আরও অনেক পশু পাখিকে খাওয়ানো হবে। এই টাকা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নভিন পট্টনায়েক (Naveen Patnaik) এই ঘোষণা করেন।
৫ টি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ৪৮ টি মিউনিসিপালিটির পক্ষ থেকে এই কাজ করা হবে। সংকটের মুহুর্তে মানুষের পাশাপাশি রাস্তার পশু পাখিদের কথা বিবেচনা করে তিনি এক নজির সৃষ্টি করলেন।