লকডাউনের জন্য সেরে উঠছে ওজনস্তর জানাল গবেষণা

Published On:

করোনা আতঙ্ক এর জেরে গৃহবন্দী প্রায় গোটা বিশ্ব।বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস সংক্রমণ রেকর্ড হয়েছে। বিশ্বের প্রায় সব উন্নত দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে লকডাউনের। বন্ধ হয়েছে যান চলাচল ও কল কারখানা। যার প্রভাব দেখা গেল এবার প্রকৃতিতে।

সম্প্রতি কলরাডো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা থেকে জানা গেছে, ক্রমশ সেরে উঠছে বায়ুমণ্ডলের ওজন স্তর।কলোরাডো বোল্ডার বিশ্ব বিদ্যালয়ের সিআইআরইএস-এর সহযোগী পর্যবেক্ষক অন্তরা ব্যানার্জী জানিয়েছেন, দক্ষিণ গোলার্ধে পরিবেশের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা গিয়েছে
পাশাপাশি, পরিসংখ্যান বলছে লকডাউনের কারনে সেরে উঠছে বাতাসও।

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল মুম্বাইয়ের পরিষ্কার নীল আকাশের ছবি। যা স্পষ্ট প্রমাণ করে দূষণ এর করাল গ্রাস কাটিয়ে উঠছে বাণিজ্য নগরী। পাশাপাশি রাজধানী শহর দিল্লিতে a.q.i এর স্তর উল্লেখযোগ্যভাবে কমেছে।
দিল্লি শহর বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে রয়েছে। সেখানে a.q.i এর পরিমান 38 এর নিচে নেমে গেছে যা খুবই স্বস্তিদায়ক। লকডাউন এর ফলে দিল্লির বাতাসে নাইট্রোজেন অক্সাইড এর পরিমাণ রেকর্ড হারে কমে গেছে। সাফারের তথ্য থেকে জানা গেছে যে ২৫ শে মার্চ দিল্লির সামগ্রিক একিউআই স্কোর ৮৮ ছিল।

X