বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি। গোটা দেশেই চলছে লকডাউন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এভাবেই স্তব্ধ থাকবে।
স্তব্ধই বটে, বন্ধ রয়েছে গণ পরিবহন, বন্ধ বেশিরভাগ দোকানপাট। খোলা রয়েছে শুধু জরুরি পরিষেবা।
প্রায় সব মানুষই রয়েছেন গৃহবন্দি। কিন্তু ফাঁপড়ে পড়েছেন ভিনরাজ্যের শ্রমিকরা। যারা পেটের টানে, রোজগারের আশায় অন্য রাজ্যে অন্য শহরে রয়েছেন তারা হঠাৎ জারি হওয়া এই লকডাউনে কার্যত আতান্তরে পড়েছেন। হাতে অনেকেরই পর্যাপ্ত টাকা নেই। অবশ্য টাকা থেকেও কোনও লাভ নেই কারন চলছে না কোনও গাড়িই। তাই বাধ্য হয়ে পদব্রজেই নিজের নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন তারা।
এক দুই নয় অনেকেই হাঁটছেন কয়েকশো কিলোমিটার। বাড়ি ফেরার তাগিদে পথের কষ্ট ভুলেই চলতে হচ্ছে তাদের। সম্প্রতি এমনই এক শ্রমিকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটজনতা। ভাঙা পায়ে প্লাস্টার করা, সেই ভারী পা নিয়ে হাঁটা যায় না। অথচ পাড়ি দিতে হবে ২৪০ কিলোমিটার। তাই বাধ্য হয়ে প্লাস্টার কেটে খালি পায়েই হাঁটতে শুরু করেছেন বিহারীলাল। মধ্যপ্রদেশের পিপারিয়া অঞ্চলে কাজ করেন তিনি। বাড়ি রাজস্থানে। কাজ করতে করতেই কোনওভাবে পায়ের তিনটে আঙুল ও গোড়ালি ভেঙে যায় তার।
Desperate migrant, cuts off his Plaster, starts walking towards Rajasthan to reach home @ashokgehlot51 @INCIndia @SachinPilot @ChouhanShivraj @RahulGandhi@soniandtv @ndtv @NPDay@delayedjab #lockdownindia#MigrantsOnTheRoad #covid #Coronavirustruth pic.twitter.com/AY2cpEcj08
— Anurag Dwary (@Anurag_Dwary) March 31, 2020
কিন্তু বাড়িতে তার পরিবার রয়েছে এবং তাদের কাছে টাকা নেই। তাই বাধ্য হয়েই এই ভাঙা পা নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে তাকে। রাস্তায় বসে তার প্লাস্টার কাটার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে সমস্ত ভিনরাজ্যের শ্রমিকরা নিজেদের রাজ্যে পৌঁছে গিয়েছেন। তাই এই ভিডিও নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহলে।