বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) মোকাবিলায় বিশ্ব তৎপর হয়ে উঠেছে। বিভিন্ন ভাবে বিভিন্ন দেশ একে অপরের সাহায্য করছে এই প্রতিকূল পরিস্থিতিতে। সাধারণ মানুষের জন্য ত্রাণ তহবিলেরও ব্যবস্থা করা হয়েছে। লকডাউনের অবস্থায় জরুরী প্রয়োজন ব্যতীত জনসাধারণকে ঘর থেকে বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে প্রচার করছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। এবং আফ্রিদিকে সমর্থন করে এখন নেটিজেনদের তোপের মুখে পড়তে হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে (Yuvraj Singh)।
শাহিদ আফ্রিদির করোনা বিরুদ্ধে প্রচার কাজকে যুবরাজ সিং এবং হরভজন সিং (Harbhajan Singh) সমর্থন করতেই ভারত-পাক দ্বন্দ্ব আবার সামনে চলে আসল। ক্ষিপ্ত হলেও দেশের কিছু আমজনতা। বর্তমান পরিস্থিতিতে শাহিদ আফ্রিদি, তাঁর ফাউন্ডেশন ‘এসএ ফাউন্ডেশন’- এর হয়ে করোনা ভাইরাস এর সচেতনতার জন্য প্রচারে নেমেছে। লকডাউনের পরিস্থিতিতে তিনি বিভিন্ন গরীব এবং দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন।
এসএ ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি অর্থ একত্রিত করছেন এবং এই দুর্যোগের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাঁর এই কাজকে সমর্থন করেছেন ভারতীয় দুই প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং হরভজন সিং। সম্প্রতি যুবরাজ সিং একটি ট্যুইট করে জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি শাহিদ আফ্রিদির কাজকে পূর্ণ সমর্থন করেছেন। জনগণকে অনুরোধ করেন আফ্রিদির পাশেও দাঁড়াতে। এবং তিনি নিজেও তাঁর সংস্থা মারফত অর্থ একত্রিত করছে গরীব দুঃস্থ মানুষদের জন্য। এই সময় সকলকেই ঘরে থাকতে হবে এবং সরকারের সহযোগিতা করতে হবে। এই ভিডিওটি তাঁকে হরভজন সিং বানাতে বলেছিলেন, বলেও জানালেন তিনি।
শাহিদ আফ্রিদিকে সমর্থন করে এখন সমালোচনার মুখে পড়লেন যুবরাজ সিং এবং হরভজন সিং। যুবরাজ সিং এর এই সমর্থন জড়িত ট্যুইট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যুবরাজ এবং হরভজনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই।