N-95 মাস্ক ব্যবহার এবং পরিষ্কার করার নিদান দিলেন গবেষকরা

করোনা রোধ করতে ডিউক হেলথ হাসপাতালের গবেষকরা মুখোশটি পরিষ্কার করে আবার ব্যবহার করছেন।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮।এখন তা বেড়ে প্রায় ৭লক্ষ কি তার বেশী। এদিকে ভারতের অবস্থায় করুন। কোরোনার থাবায় মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের।

করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাজারে N95 মাস্ক পাওয়া মুশকিল। তবে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে এই মাস্ক ধোয়া সম্ভব।

৫০০টি মুখোশ পরিষ্কার করা যায়। এটি প্রায় চার ঘন্টা সময় নেয়।

mask 55555

পূর্ববর্তী গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে মাস্কগুলি ৪০ থেকে ৫০বার ব্যবহার করা যেতে পারে। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন।

গবেষকরা জানান একই মাস্ক পরে চিকিত্সা করা চিকিত্সক এবং রোগী উভয়ের জন্যই বিপজ্জনক। এটি সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়।আর এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্পর্কিত খবর