সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে একটি সংবাদ ছড়িয়ে পড়ে যে প্রায় ৪০০ ভক্ত বৈষ্ণো দেবী মন্দিরে আটকা পড়েছেন।এই খবরের প্রতিক্রিয়া জানিয়ে জম্মু এবং কাশ্মীরের সিইও আর কে জাঙ্গিদ দাবি করেছেন যে বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড এই জাতীয় কোনও খবর নেই।
আসলে করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।
আর এই পরিস্থিতিতে অনেকেই অনেক জায়গায় আটকে পড়েছে। জঙ্গিদ জানান ১৮ মার্চ থেকেই এই যাত্রা বন্ধ করে দেওয়া হয়ে। তাই কারো আটকে থাকার প্রশ্ন নেই।