বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি।
ইতিমধ্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি।
নেহাত প্রয়োজনে যারা বেরোচ্ছেন সবার মুখেই মাস্ক। সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাস্ক বা স্যানিটাইজারের অভাবের কথা প্রায়ই উঠে আসছে সংবাদ শিরোনামে।
সাধারন মানুষের জন্য তো বটেই, চিকিৎসক ও নার্সদের জন্যও জরুরি মিস্কের অভাব দেখা দিয়েছে। এদিকে প্রচারে বারংবার বলা হচ্ছে বাইরে কোনও দরকারে বেরোতে হলে মাস্ক খুবই জরুরি। তাই উপায়ান্তর না দেখে এক আজব কাণ্ড করে বসলেন মুম্বইয়ের এক গাড়িচালক। মাস্কের অভাবে নিজের অন্তর্বাসই মাস্কের মতো করে পরে নিলেন তিনি।
রাস্তায় এই অবস্থায় তাঁকে দেখে অনেকেই প্রশ্ন করতে শুরু করে। উত্তরে তিনি জানান, মাস্ক না পাওয়াতেই অন্তর্বাস দিয়ে নাক মুখ ঢেকে বেরিয়েছেন তিনি। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছে এই কাণ্ড দেখে। আবার একাংশ বলছেন এই ভিডিও দেখেই বর্তমান পরিস্থিতির অনেকটা আন্দাজ পাওয়া যায়।