সপ্তম পে কমিশন : কি হিসেবে বাড়বে DA জেনে নিন হিসেব নিকেশ

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকার চলতি মাসেই জানিয়েছে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডি এ (D.A) বা মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে। ২০২০ অর্থবছরের প্রথম দিন থেকেই এই হারে ডিয়ারনেস অ্যালোয়েন্স দেওয়া হবে। অর্থাৎ মার্চের বেতন বা পেনশনের সাথেই এবার বর্ধিত ডি এ পাবেন কেন্দ্র সরকারের কর্মচারীরা।

money

প্রসঙ্গত মূল্যবৃদ্ধির জন্য জীবনযাত্রার মান কমে না যায় তাই বছরে দুবার সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। মূলত মুদ্রাস্ফীতির সঙ্গেই সামঞ্জস্য রেখে এই বর্ধিত ডি এ দেওয়া হয়। তবে শহর, গ্রাম ও মফস্বলের জন্য মুদ্রাস্ফীতির ভিন্ন সংখ্যা নেওয়া হয়। ফলে সেই অনুসারে তারতম্য ঘটে ডিএ-র হিসাবে। পাশাপাশি কখনোই মূল বেতনের ৫০ শতাংশের বেশী ডি এ দেওয়া হয় না।

জেনে নিন ফর্মুলা অনুযায়ী কিভাবে বাড়বে মহার্ঘ ভাতা।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য-

DA-এর শতাংশ = {(সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইনডেক্সের গড় (বেস ইয়ার- ২০০১=১০০) গত বারো মাসের জন্য -১১৫.৭৬)/১১৫.৭৬} x ১০০

রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের জন্য-

DA-এর শতাংশ = {(সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইনডেক্সের গড় (বেস ইয়ার- ২০০১=১০০) গত তিন মাসের জন্য -১২৬.৩৩)/১২৬.৩৩} x ১০০

সম্পর্কিত খবর