আবারো কামাল দেখালো রিলায়েন্স।দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) কে ছাপিয়ে আবারও বাজার মূলধনের ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) দেশের সবচেয়ে মূল্যবান সংস্থার স্থান অধিকার করে নিল।
মার্চ মাসে, টিসিএস আরআইএলকে অতিক্রম করে বাজার মূলধন এর ক্ষেত্রে দেশের সবচেয়ে মূল্যবান সংস্থায় পরিণত হয়েছিল। এপ্রিল মাসের প্রথমেই নিজের স্থান আবার নিশ্চিত করল রিলায়েন্স। এই দুই কোম্পানির প্রতিযোগিতা বহু দিনের। এই দুটি সংস্থা অতীতেও একে অপরকে টেক্কা দিয়ে এসেছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এশিয়ার সর্বোচ্চ ধনীর খেতাব হারালেন মুকেশ অম্বানি। বর্তমানে এই খেতাবের অধিকারী আলিবাবার মালিক জ্যাক মা।তেলের দাম ও করেনা ভাইরাসের কারনে রিলায়্যান্সের শেয়ারের দর পড়েছে হু হু করে। এই দুই কারনে আর্থিক ক্ষতি হলেও বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিং আর মোবাইল অ্যাপসের ব্যবসার রমরমায় সেই ক্ষতির অনেকটাই পুষিয়ে গিয়েছে জ্যাক মা-র। যে কারনে ২০১৮ সালে এশিয়ার সর্বোচ্চ ধনীর শিরোপা খোয়ানো জ্যাক মা ফের একবার শীর্ষে।
যার জেরে বিশ্ব জুড়ে আর্থিক মন্দার আশঙ্কা উত্তরোত্তর ঘনীভূত হচ্ছে। আর এই আর্থিক সংকটের কারনেই এক দিনে মুকেশের মোট সম্পদের পরিমাণ কমে গিয়েছে ৫৮০ কোটি ডলার। যা মোট সম্পদের পরিমাণের নিরিখে আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা-র চেয়ে মুকেশকে ২৬০ কোটি ডলার পিছিয়ে দিয়েছে।