কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা বুধবার ঘোষণা করেছিলেন যে তিনি COVID-19 মহামারী সংক্রমণ এবং তা মোকাবিলা করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এবং এক বছরের বেতন দান করবেন। যদিও তার মাসিক বেতন ৫০, ০০০ টাকা।
কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।
ইয়েদিউরাপ্পা এক বিবৃতিতে বলেছিলেন, “আমি COVID-19-র জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের (সিএমআরএফ) কে আমার এক বছরের বেতন দান করছি। ” গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮।
মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারতের আক্রান্ত সংখ্যা প্রায় ১২০০ তার অধিক।