আগামী ৪৮ ঘন্টায় হবে আবহাওয়ার পরিবর্তন, বড়সড় আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ এপ্রিলের শুরুতেই গরম বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর। তবে আজ সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা হওয়ারও আশঙ্কায় রয়েছেন আলিপুর আবহাওয়া দফতর (Weather office)। তবে আংশিক মেঘলা হলেও, এখন ঝড় বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই বলেও জানান তাঁরা। সারা এপ্রিল মাস জুড়ে বিরাজ করবে গরম আবহাওয়া।

19heat04

আবহবিদরা আগেই জানিয়েছিলেন এবছর তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷ মার্চের শুরুতে সেভাবে গরম না পড়লেও, শেষের সপ্তাহ থেকে কিছু বেশ গরম অনুভূত হতে শুরু করেছে। তবে এবারে সারা দেশের ১৮ টি রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি তাপমাত্রা বাড়তে চলেছে রাজস্থান ও গুজরাটে।

এরই মাঝে জানিয়ে রাখি আগামীকালের তুলায় আজ কিন্তু সামান্য হলেও কমেছে তাপমাত্রা। গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি কম অর্থাৎ ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বেড়ে অর্থাৎ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে সামান্য জলীয় বাস্প থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন বাড়বে শুধুই তাপমাত্রা। অনুভূত হবে প্রচণ্ড গরম।

weather 3

শহর কলকাতার তাপমাত্রা বাড়বে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়তে পারে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়তে পারে।তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এবার থেকে গরম অনুভব করতে শুরু করবে কলকাতাবাসী।

এর পাশাপাশি পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়ার সম্ভাবনা প্রবল।

Smita Hari

সম্পর্কিত খবর