বাংলাহান্ট ডেস্কঃ আবার দেশে ঢুকেছে একটি পশ্চিমা বায়ু। যার জেরে বৃষ্টি হচ্ছে দেশের বিস্তীর্ণ অংশে। দিল্লি ও হিমাচলের বিভিন্ন অংশ ইতিমধ্যে তুষারপাত ও বৃষ্টির কবলে পড়েছে। বুধবার কলকাতা সহ দক্ষিণ এর জেলা গুলিতে হল বিক্ষিপ্ত বৃষ্টি। যার জেরে আজকের তাপমাত্রা গত কয়েকদিনের চেয়ে একটু কম।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে আগামী শনিবার পর্যন্ত গোটা রাজ্যে বিক্ষিপ্ত ভাবে হবে বৃষ্টিপাত। যার জেরে কলকাতার পারদ তেমন উপরে উঠবে না বলেই মনে করছেন আবহাওয়া বিদরা।
শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস
প্রসঙ্গত, পশ্চিমা বায়ুর জেরে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ জুড়ে বিস্তীর্ণ তুষারপাত বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা । লাদাখ ও উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত তুষার বা বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর । বিচ্ছিন্ন বৃষ্টি বা তুষার এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যে। পাঞ্জাব, হরিয়ানা, এবং রাজস্থান জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র এবং গুজরাটের কয়েকটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছাড়িয়ে যাবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।