উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, থাকুন সতর্ক

করোনা আতঙ্কে কাঁপছে এই মুহূর্তে গোটা বিশ্ব। ইতালি আমেরিকা ফ্রান্স চীনসহ বিশ্বের প্রথম সারির দেশ গুলি করোনার কারণে বিধ্বস্ত। ভারতেও করোনা একটু একটু করে থাবা বসাতে শুরু করেছে৷ এই পরিস্থিতিতে গত এক সপ্তাহ এর বেশি সময় ধরে চলছে দেশজুড়ে লকডাউন। রাজ্যসরকার ইতিমধ্যে উচ্চমাধ্যমিক সহ সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ও।

সামাজিক মাধ্যম গুলিতে ছড়িয়ে পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গুজব। সেই ভুয়ো নোটিফিকেশনে বলা হয়েছে বকেয়া পরীক্ষাগুলি ২০, ২৩ ও ২৭ এপ্রিল নেওয়া হবে। যদিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বা তাদের ওয়েবসাইটে এখনও পর্যন্ত এমন কোনও নোটিফিকেশন জারি করা হয়নি। কবে পরীক্ষা হবে তা পরে ঘোষণা করা হবে। এর আগে আইসিএসই-র দশম শ্রেণির স্থগিত পরীক্ষা নিয়েও এমন গুজব ছড়ানো হয়েছিল।

exam 1

করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে প্রতিদিনই। এই অবস্থায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিদিন গুজবে কান দিতে বারন করা হচ্ছে। সচেতনতার সাথে করোনা মোকাবিলা ছাড়া এই মুহুর্তে কোনো উপায় নেই। ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে ভরসা করবেন না। নির্ভরযোগ্য ওয়েবসাইট এ যাচাই করে নিন

সম্পর্কিত খবর