করোনা ভয়ানক পরিস্থিতিতে চায়ের দোকানের মালিকের আকস্মিক মৃত্যুতে তার দেহ নিজেই সৎকার করলেন পুলিশ। আসলে নিহত প্রবীণ গত কয়েক বছর ধরে নিগোহি থানার কাছে একটি চায়ের দোকান চালাতেন। নিহত পিলিভিটের বাসিন্দা।
গত কয়েক দিন অসুস্থ থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। লকডাউনের কারণে তার পরিবার এখানে আসতে রাজি হয়নি। যার পরে পুলিশ তার শেষকৃত্য পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।
আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ এখন বাড়িতে কম বাইরে বেশী সময় কাটাচ্ছে। আর এসবের মধ্যেও আরো একবার পুলিশের মানবিকতা রূপ ফুটে উঠলো। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ এর বেশী।