শাহরুখের সঙ্গে শুটিংয়ের সময় মিসক‍্যারেজ কাজলের, সবার সামনেই স্ত্রীকে চড় মারেন অজয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে অন্যতম সফল জুটি বলতে কাদের নাম প্রথম মাথায় আসে? অনেকেই হয়ত বলবেন শাহরুখ খান ও গৌরি খান। কিন্তু শাহরুখ-গৌরির সময়কালেরই আরও এক জুটি রয়েছেন যাদের কথা ভুলে গেলে একেবারেই চলবে না। তাঁরা হলেন অজয় দেবগণ ও কাজল। দীর্ঘ ২০ বছর একে অপরের সুখ-দুঃখে পাশে থেকেছেন তাঁরা। দুজনের পরিবার বেড়ে হয়েছে চারজনের। তাঁদের জীবনে এসেছে নাইশা ও যুগ। কিন্তু সব কিছু এত ভাল প্রথম থেকে ছিল না। বহু কঠিন সময়ের মধ্যে দিয়েও যেতে হয়েছে কাজল-অজয়কে। পরপর দুবার গর্ভপাতের যন্ত্রণার মধ‍্যে দিয়ে যেতে হয় অভিনেত্রীকে।
বিয়ের পরপরই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন এই জুটি। কিন্তু প্রথম সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায় কাজলের। সেইসময় অজয়ই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তার কিছুদিন পর দ্বিতীয় সন্তান গর্ভে আসে কাজলের। এদিকছ সেই সময় চলছে ‘কভি খুশি কভি গম’ ছবির শুটিং। বেশ কয়েকটি নাচের দৃশ‍্য ছিল ওই ছবিতে। অজয়ের বারন সত্ত্বেও শাহরুখ খানের সঙ্গে নাচের শুটিং করেন তিনি।


জানা যায়, নাচতে নাচতে শুটিং সেটেই মিসক‍্যারেজ হয়ে যায় কাজলের। খবর পেয়ে শুটিং সেটে ছুটে আসেন অজয়। সেটে সবার সামনেই চড় মারেন কাজলকে। বাগ বিতন্ডা হয় পরিচালক করন জোহরের সঙ্গেও।
এই ঘটনার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কভি খুশি কভি গম ছবির শুটিং। তারপর অবশ‍্য ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। এখন নাইশা ও যুগকে নিয়ে সুখের সংসার অজয় কাজলের। কিন্তু শাহরুখ ও করণের সঙ্গে এখনও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়নি অজয় দেবগণের। খুব বেশি একসঙ্গে দেখাও যায়না তাঁদের।

X