ভিডিওঃ লকডাউন ভেঙে চলছিল ধর্মীয় অনুষ্ঠান, পুলিশের বাঁধা দিতেই করা হল ব্যাপক মারধর

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) করাচির (Karachi) লিয়াকতবাদ (Liaquatabad) এলাকায় শুক্রবার নামাজের সময় পুলিশ আর জনগণের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনার পর পুলিশ মসজিদের মৌলবি সমেত সাত জনকে লকডাউন লঙ্ঘন করার জন্য গ্রেফতার করেছে। এই ঘটনা সরকারের তরফ থেকে জারি তিন ঘণ্টার জন্য পূর্ণ লকডাউনের সময় ঘটে।

pakistan 3

পুলিশ আর জনগণের মধ্যে সংঘর্ষ বাঁধার পর কিছু স্থানীয় মানুষ পুলিশকে বাঁচানোর জন্য নিজেদের ঘরে আশ্রয় দেন। লকডাউনের লঙ্ঘন করা মসজিদের এক ব্যাক্তিকে গ্রেফতার করার জন্য পুলিশ মসজিদে পৌঁছালে জনতার সাথে এই সংঘর্ষ বাঁধে। পুলিশের গাড়িতে উত্তেজিত জনতা পাথর ছোঁড়ে আর অভিযুক্ত ব্যাক্তি এলাকার মানুষ জড় করে ফেলার পর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে সিন্ধ সরকার শুক্রবার দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিল। সিন্ধ প্রদেশের মতো পাকিস্তানের অন্যান্য প্রান্তে শুক্রবার নামাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকার করাচিতে সাড়ে সাত হাজার পুলিশ কর্মী মোতায়েন করেছিল।

পাকিস্তানে করোনা ভাইরাসের সংক্রমণ লাগতার বেড়ে চলেছে এই ভাইরাসে এখনো পর্যন্ত ২৬৩৭ জন আক্রান্ত হয়েছেন। আর ৪০ জনের মৃত্যু হয়েছে। আর এই কারণে কোন সার্বজনীন আয়োজন, অনুষ্ঠান আর এক জায়গায় অনেক মানুষ জড় হয়ে প্রার্থনা, নামাজ ইত্যাদি করায় নিষেধাজ্ঞা জারি হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর