বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসে (corona virus) আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকে। আবার আক্রান্ত হয়েছে অনেকে। কোয়ারেন্টাইনে(quarantine) থাকা রোগীদের হাতে স্ট্যাম্প দেওয়া হয়। ঠিক তেমন ঘটনা ঘটল মহারাষ্ট্রের পুণেতে (Pune, Maharashtra)। মসজিদের মধ্যেই ১১ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্রের পুণে পুলিশ। হাতে লাগিয়ে দেওয়া হয়েছিল কোয়ারেন্টাইন স্ট্যাম্প। কিন্তু শুক্রবার রাতে পুণের ওই মসজিদ থেকে উধাও হয়ে গেছে ১১ (11)জন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পুণে পুলিশের (police) তরফে বলা হয়েছে, এই ১১ জনের সঙ্গে দিল্লির নিজামুদ্দিনের ঘটনার কোনও যোগ নেই। ওই ঘটনা সামনে আসার পর মহারাষ্ট্র সরকারের তরফে বিভিন্ন মসজিদে থাকা লোকজনকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। পুণে পুলিশের তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। হোম কোয়ারেন্টাইনে যাঁদের রাখা হয়েছে তাঁদের গতিবিধি নিয়মিত নজর রাখছে পুলিশ। শুধু মহারাষ্ট্র নয়। দেশের সব রাজ্যেই এই পদক্ষেপ করছে পুলিশ। শুক্রবার পুণে(pune)পুলিশ নজরদারি চালানোর সময় দেখতে পায় ওই ১১ জন মসজিদে নেই।
জেলা পুলিশের তরফে বলা হয়েছে এই ১১ জন মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তারা গত ২২ ফেব্রুয়ারি থেকে পুণেতেই ছিল। কিন্তু হঠাৎ কেন পালিয়ে গেল তা নিয়ে.ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই মসজিদ থেকে পালিয়ে তারা অন্য কোথায়.আশ্রয় নিল সেটাই এখন খুঁজে দেখছে পুলিশ। কারণ শহর ছেড়ে অন্যত্র যাওয়ার কোনও সুযোগ নেই। লকডাউনের (lockdown) ফলে সমস্ত গণ পরিবহণ বন্ধ।