করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করে দিয়েছেন। আর এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লুএইচও) বিশেষ দূত ড। ডেভিড ন্যাবারো বলেছেন
যে ভারতে লকডাউন বাস্তবায়ন করা একটি সুদূর চিন্তাভাবনা ছিল, আর সরকার এতো তাড়াতাড়ি লক ডাউন করে ভালোই করেছে এতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া থেকে কিছুটা হলে কমানো যাবে। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে।
আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ এর বেশী।প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী।
ডেভিড নেবারো আরো বলেন, এই সিদ্ধান্ত মানুষকে বিপদ সম্পর্কে সচেতন করবে। এটি স্থানীয়ভাবে এটি প্রতিরোধ করতে সহায়তা করবে। সত্য যে অনেক লোক এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। এটি সরকারের সাহসী পদক্ষেপ।