বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আক্রান্তের সংখ্যাও প্রচুর বেশি।
আমেরিকাতে ইতালি ও স্পেনের মতন উন্নতশীল দেশ গুলিতেও করোনার থাবায় মৃত্যুমিছিল অব্যাহত। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে গত ২৩ শে মার্চ থেকে সারা ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতদিন আমরা শুনে এসেছি প্রবীণ ব্যক্তিদের করোনা আক্রান্তের সম্ভাবনা সব থেকে বেশি কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করে বলা হয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সের মানুষ দেরই সবথেকে বেশি করোনা আক্রান্ত।
আজ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক লব আগারওয়াল জানিয়েছেন, দেশের মোট আক্রান্তের সংখ্যা ৯ শতাংশ ০-২০ বছর (৪২ শতাংশ) ২১-৪০ বছর (৩৩ শতাংশ) ৪১-৬০ বছর, ৬০ বছরের বেশি বয়সী( ১৭ শতাংশ) আক্রান্ত মানুষ। তাই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, কোনরকম গুজবে কান না দিয়ে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে। ঘরে থেকে নিজেকে ও দেশকে সুস্থ্য রাখতেও বলা হয়েছে।