এপ্রিলের রোদে এখন মেয়েদের ত্বকের রফা দফা দশা। আর এসব থেকে চুলকানি বা জ্বালাভাব সৃষ্টি হচ্ছে ত্বকে। বসন্তে সূর্যের তাপে আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকে ৱ্যাশ বেরোতে দেখা যায়।
এই সময় ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য গরমের শুরুতে এই রোদটা সরাসরি গায়ে না লাগিয়ে কিছুদিন পর তাপমাত্রা স্বাভাবিক হলে তখন বেরলে ভালো হয়।
আর কিছু জিনিস মনে রাখতে হবে। এই সময় রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য একটা বিশেষ প্যাক ব্যবহার করা যেতে পারে।আর তার মধ্যে সব থেকে উপকারী হলো বেসন দুধ।
বেসন আর দুধের প্যাক নিয়মিত মুখে মাখলে স্কিন সুন্দর থাকবে। রোজ স্নানে যাওয়ার আগে দু চামচ দুধ আর এক চামচ বেসন মিশিয়ে নিন। তারপরে ভালো করে তাই দিয়ে পেস্ট বানিয়ে মুখে আলতো করে ঘষতে হবে। আর তারপরে পাঁচ মিনিট মুখে রেখে ভালো করে ঠান্ডা জল দিয়ে তুলে ফেলে মুখ মুছে নিতে হবে। নিয়ম করে এই প্যাক লাগালে ফল মিলবে হাতে নাতে।