ল্যাবে তৈরি করে জীবজন্তু মারফত এই রোগ ছড়িয়েছে চীনঃ দাবী ব্রিটেনের কোবরা কমিটির

বাংলাহান্ট ডেস্কঃ দেশের বিপদে আপদে দেশকে শুভবুদ্ধি দেওয়ার জন্য প্রত্যেক দেশেই একটি করে গোপন কমটি থাকে। দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা সেই কমটিতে থাকেন। ব্রিটেনের (Britain) এরকম এক কমিটির নাম হল কোবরা কমিটি (Cobra Committee)। দেশের সংকটময় পরিস্থিতিতে ওই কমিটি দেশের দেখভাল করে। বিভিন্ন তদন্তকারী অফিসার, দেশের কমান্ডার্স, বিজ্ঞানীরা থাকেন এই কমিটিতে। আর এই কমিটির প্রধান হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

jing 1

ব্রিটেনের এই কমটি করোনা ভাইরাস (COVID-19) বিষয়ে এক গোপন তথ্য জানতে পেরেছে, যা শুনে সমগ্র বিশ্ব হতবাক হয়ে গেছে। কমিটির এক সদস্য জানায়, তাঁদের কমটি গুপ্তসূত্র মারফত জানতে পেরেছে, এই মারণ ভাইরাস করোনা ভাইরাসের উৎপত্তি প্রথমে চীনের ল্যাব থেকে হয়ে জীবজন্তুদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপর এই রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করেছে।

চীনের উহানের ভাইরোলজি সেন্টারে সম্ভবত এই ভাইরাসের উৎপত্তি হয়েছে। তারপর চীন তা জীবজন্তুর মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এমনটা ধারণা করা হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবং তিনি আইসোলেশনে ছিলেন। তাই এতদিন ওই কোবরা কমিটি এই বিষয়টা প্রধানমন্ত্রীকে ছাড়া সবার সামনে আনতে চায়নি।

outbreak coronavirus world

এবার ব্রিটেনের কোবরা কমিটি এই ভাইরাসের বিষয়ে সবার সামনে আনে। তবে এখন ধারণা করা হচ্ছে, প্রথমে ওই ভাইরাস জীবজন্তুদের উপর প্রয়োগ করা হয়, এবং তারপর তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আবার, শোনা যাচ্ছে চীন কোন জন্তুর উপর প্রয়োগ করার পর সেই জন্তু মারা গেলে তাঁকে বাইরে ফেলে দেয়। এবং সেখান থেকেই সম্ভবত এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর