বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) নিয়ে বিশ্বের সমগ্র দেশ চীনের (Chaina) বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া (Russia) চীন (Chaina) এবং ভারতের (india) মধ্যে বন্ধুত্ব স্থাপন করার জন্য একটি প্রস্তাব রেখেছে। রাশিয়া চাইছে ভারত এবং চীনের সঙ্গে মিলিতভাবে এক যুদ্ধ বিমান তৈরি করতে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া এই প্রস্তাবের মাধ্যমে করোনা পরিস্থিতিতে ভারত চীনের সম্পর্কে তিক্ততার থেকে বন্ধুত্বে পরিণত করতে।
রাশিয়া ভারতের সাথে এর আগেও বহুবার বহু বিষয়ে সহমত পোষণ করেছে। একসঙ্গে লড়াকু যুদ্ধ বিমানও বানিয়েছে। কিন্তু এবার রাশিয়া চাইছে শুধু ভারত নয়, ভারতের সঙ্গে চীনকেও সঙ্গে নিয়ে এক লড়াকু যুদ্ধ বিমান প্রস্তুত করতে। যার ফলে ভারত এবং চীনের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে।
রাশিয়ার এই প্রস্তাবের উপর ভিত্তি করে ভারতের বিশেষজ্ঞ মহল বলছে, রাশিয়া চাইছে চীনের এই সংকটের সময় অন্যান্য দেশের মতো চীনের বিরোধিতা না করে ভারত চীনের বন্ধু হিসাবে পাশে থাকুক। কিন্তু আবার ভারত এবং চীন যদি কোন সমস্যায় পড়ে তখন তারা সবসময় রাশিয়ার থেকে সাহায্য চায়। তখন রাশিয়া সমস্যায় পড়ে যে সে কাকে সাহায্য করবে। কখনও কখনও সে কাউকেই সাহায্য করতে পারে না। এখন রাশিয়া আর চীনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন এই পরিস্থিতিতে যদি ভারতের সঙ্গে চীনের সংঘর্শ শুরু হয়, তাহলে রাশিয়া চীনকেই সাহায্য করবে।
কিন্তু রাশিয়া আবার ভারতকেও ছাড়তে চাইছে না। তাই রাশিয়া চাইছে ভারত এবং চীনের মধ্যেকার ঝামেলাকে মিটিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়তে। তাই এখন রাশিয়া চাইছে যুদ্ধ বিমান তৈরির মাধ্যমে চীন এবং ভারতের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে।