ভারতীয় ফুটবলে সুখবর! ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হতে পারে ভারতে।

ভারতের মাটিতে হতে পারে আরও একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, ফের এমন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই 2022 সালে মেয়েদের এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়ে গিয়েছে ভারত, এবার 2027 সালে এএফসি এশিয়ান কাপ এর জন্য বিড করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ।

ইউরোপে যেমন অনুষ্ঠিত হয় ইউরো কাপ সেটাই ইউরোপের সবথেকে বড় টুর্নামেন্ট, তেমনি এশিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট হলো এই এশিয়ান কাপ। এই এশিয়ান কাপে খেলে এশিয়ার শক্তিশালী ফুটবল দল গুলি। এশিয়ান কাপ আয়োজনের ক্ষেত্রে ভারতের সাথে সাথে এই দৌড়ে রয়েছে সৌদি আরব। এই বিড যদি ভারত জিতে যায় তাহলে ভারতের মাটিতে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তবে শেষ পর্যন্ত কোন দেশ এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পাবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরের বছর।

19951333273ecdcfbd8bfead0da88b24c272c259e

এফসি কম্পিটিশন কমিটির সদস্য হলেন আই লিগ সিইও সুন্দর ধর। এশিয়ান কাপ কোথায় আয়োজিত হবে প্রাথমিক পর্যায়ে এই সিদ্ধান্ত নেবে এই এএফসি কম্পিটিশন কমিটি তারপর সমস্ত দিক বিচার বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এএফসি-র এক্সিকিউটিভ কমিটি। তবে শেষ পর্যন্ত কোন দেশ এফসি এশিয়ান কাপ আয়োজনের সুযোগ পায় সেটা জানার জন্য এখন এএফসি-র এক্সিকিউটিভ কমিটির দিকেই তাকিয়ে থাকতে হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর