আয়ের দিক থেকে সবচেয়ে ধনী রাজনৈতিক দলবিজু জনতা দল (বিজেডি) । বিজেডির ৫২ টি আঞ্চলিক দলের মধ্যে ২০১৮- ২০১৯ অর্থবছরে অন্যান্য দল গুলির মধ্যে বিজেড আয় করেছে সবথেকে বেশী। তাদের সর্বাধিক আয় হয়েছে ২৪৯.৩১ কোটি রুপি। এডিআরের আঞ্চলিক দলগুলির আয়ের ব্যয়ের বিশ্লেষণ করেছে নির্বাচন সংস্কার সম্পর্কিত গবেষণা সংস্থা।
আসাম গণ পরিষদ ও জে কেএনপি সহ ১৫ টি আঞ্চলিক দল নির্ধারিত সময়সীমার মধ্যে কমিশনকে আয়ের ব্যয়ের বিবরণ দেয়নি এমনটাই নাকি এডিআর এর প্রতিবেদনে বলা হয়। সাতটি আঞ্চলিক দল তাদের নিরীক্ষা প্রতিবেদনে আরও বলেছে যে তারা নির্বাচনী বন্ড থেকে অনুদান পাবে।
তবে এই অনুদান কোন কাজে লাগবে তা অবশ্য তারা জানায় নি। সব দল যা টাকা পেয়েছে, তার মধ্যে এই দল সবথেকে বেশী টাকা পেয়েছে। নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ৫৭৮.৪৯কোটি টাকা পেয়েছে এই দল। মঙ্গলবার প্রকাশিত এডিআর প্রতিবেদনে এইসব তথ্য দেওয়া হয়।
তবে সব কিছুর তো একটা নিয়মিত ব্যাপার থাকে। তেমন সমস্ত রাজনৈতিক দলের পক্ষে তাদের আয়ের ব্যয়ের বার্ষিক বিবরণ কমিশনকে দেওয়া বাধ্যতামূলক। কারণ নির্বাচন কমিশন এরকম নির্দেশ দিয়েছেন ।