প্রথম থেকেই করোনা ভাইরাস নিয়ে নানা ভাবে সচেতন করতে দেখা গেছে পুলিশদের। কখনো আবার তাদের দেখা গেছে খাবার দিতে, কখনো বা দেখা গেছে সাবান, ওষুধ দিতে। আর এবার করোনা ভাইরাসের ওষুধের ট্রায়াল দেওয়ার জন্য নিজেদের শরীর দিতে প্রস্তুত গুজরাট পুলিশ। ভারতে এর মধ্যে করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে প্রায় ১৪৯জনের। প্রায় সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত।
তারা জানান তারা নিজের ইচ্ছায় এই কাজ করতে চায়। তার জন্য তারা নিজের ইচ্ছায় দেহ দেবেন। তাদের পরিবারের লক দায়ী হবেন না। এসব নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে গুজরাট পুলিশ। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।আর এবার খাবার অভাব দেখা দিচ্ছে।
গত শনিবার মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন।