বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) সমগ্র বিশ্বে তাঁর কবলে নিয়ে নিয়েছে। ভারতেও (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৫০ এর থেকেও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে (Uttar Pradesh) করোনা আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে বেশিরভাগ বিষয় তাবলীগ জমায়েতে অংশগ্রহণকারী মানুষকে কেন্দ্র করে দেখা দিয়েছে।
উত্তরপ্রদেশে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ এরও বেশি, যার মধ্যে ৩ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। তাবলিগি জমায়েতে অংশগ্রহণকারী মানুষের মাধ্যমেই বেশিরভাগ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এই প্রসঙ্গে মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক ট্যুইট করে বলেন, ‘এখনও অবধি উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৪ জন। যার মধ্যে তাবলীগ জমায়েতের থেকে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। এই রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর আদেশ মতো সবরকম বিষয় মেনে চলা হচ্ছে’।
করোনা ভাইরাস উত্তরপ্রদেশের প্রায় ৩৭ জেলায় তাঁর প্রভাব বিস্তার করেছে। যার মধ্যে মিরাট মণ্ডলে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। নয়ডা জেলায় ৬০ এর বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে একজনও তাবলীগ জমায়েতে অংশ নেয়নি। অন্যদিকে উত্তরপ্রদেশের আগ্রায় ৫২ জন করোনা আক্রান্তের মধ্যে ৩২ জন তাবলীগ জমায়েতে অংশ নিয়েছিলেন। এছাড়াও লখনৌ-এ ২২ জন আক্রান্তের মধ্যে ১২ জন , গাজিয়াবাদে ২৩ জন আক্রান্তের মধ্যে ১৪, কানপুর নগরে ৮ জনের মধ্যে ৭ জন, বারানসিতে ৭ জনের মধ্যে ৪ জন ছাড়াও আরও বহু মানুষ তাবলীগ জমায়েতের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।
এছাড়াও ফিরোজাবাদ, গাজীপুর, প্রতাপগড়, সাহারণপুর, মহারাজ গঞ্জ আরও বিভিন্ন জায়গায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সকলেই তাবলীগ জমায়েতে অংশ নিয়েছিলেন।