বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নিয়ে প্রকৃত তথ্য দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমনকি আরো অনেক তথ্য গোপন করছে রাজ্য সরকার। এই নিয়ে দুটি মামলা দায়ের করে হয়েছে। তার মধ্যে একজন আইনজীবী। বলা হয়েছে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মামলা শুনানি হবে।
করোনা নিয়ে আরও বেশি করে সচেতন করে তুলতে নিয়মিত প্রকাশ করা হচ্ছে না হেল্থ বুলেটিন কিছু দিন আগেও এই অভিযোগের শিকার হতে হয়েছিলো রাজ্য সরকারকে।
দেহ সৎকার কর ক্ষেত্রে মানা হচ্ছে না নিয়ম। আবার অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে কতজন সুস্থ হয়েছে। তাই হাইকোর্ট এ জনস্বার্থ মামলা করা হয়েছে।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এগারো লক্ষ্য । মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১১০০। আর পশ্চিমবঙ্গে করােনা ভাইরাসে প্রায় অনেকে সংক্রমিত