বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) কারণে বিশ্ববাসী আতঙ্কিত হয়ে রয়েছে। চীন ছাড়িয়ে এই মারণ ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে এই ভাইরাস নিজের ভয়ঙ্কর রূপের প্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন দেশে। এই সময় বিভিন্ন জায়গায় জারী রয়েছে লকডাউন অবস্থা। কাজ বন্ধ থাকায় প্রবল সমস্যার মুখোমুখি হয়েছেন হত দরিদ্র মানুষেরা। এই পরিস্থিতিতে দেশের বা রাজ্যের বিভিন্ন ত্রাণ তহবিলে অর্থের সাহায্য করে চলেছেন বহু মানুষ। যা দিয়ে দরিদ্র মানুষদের জন্য অর্থের জোগান দেওয়ার পাশাপাশি চলছে করোনা চিকিৎসার কাজ। এই সময় মহারাষ্ট্রের সাম্বায় দেখা গেল RSS সংস্থার সদস্যরা সেখানকার একদল মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াতে।
লকডাউনের সময় কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছে বিভিন্ন জায়গার মানুষ। মহারাষ্ট্রের সাম্বায় একসঙ্গে প্রচুর দৈনিক মজুর বসবাস করেন। অন্যান্য দিন মজুরদের মতো তারাও এই লকডাউনের সময় কর্মহীন। চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটছিল তাঁদের। এই সংকটের মুহুর্তে সাম্বার এক বিরাট অঞ্চলের দিন মজুরদের সাহায্যের জন্য এগিয়ে এলেন RSS স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। শ্রমিকরা জাতিতে মুসলিম হলেও, এই সংকটের দিনে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে হিন্দু গোষ্ঠী।
RSS স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ওই অঞ্চলে গিয়ে সেখানকার শ্রমিকদের মধ্যে মাস্ক, প্রয়োজনীয় দ্রব্য এবং খাবার তুলে দিল। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সকলের হাতে তুলে দিলেন অন্নের জোগান। এবং সেই সঙ্গে বোঝালেন প্রধানমন্ত্রীর বক্তব্যও।
স্থানীয় একজন জানালেন, ‘এখানে আমরা সরকারের নির্দেশ মেনে চলছি। কিন্তু এখানে গরীব মানুষ বেশি থাকায় তাঁদের খুব অসুবিধা হচ্ছিল। লকডাউনের ফলে তারা বর্তমানে কর্মহীন। তাই তাঁদের জন্য RSS কর্মীরা তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে। তাঁদের প্রয়োজনে রেশন, মাস্ক ইত্যাদি দিয়ে তাঁদের সহায়তা করছে। এখানে আমরা RSS গোষ্ঠী বা মুসলিম সম্প্রদায় বলে আলাদা করে কিছু ভাবি না। আমরা সকলেই এখানে এক। সকলেই আমরা মানুষ। তাই মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়াবে সেটাই কাম্য’।
এই প্রসঙ্গে একজন RSS কর্মী জানান, ‘এখানে আমরা গরীব মানুষদের অসুবিধা দূর করার জন্য তাঁদের পাশে দাঁড়িয়েছি। এখন এখানকার মানুষদের রেশনের সমস্যা হচ্ছে বলে, তাই আমরা তাঁদের খাদ্যের জোগান দিতে এসেছি। আবার পরবর্তীতে তাঁদের আরও কোন সমস্যা হলে, আমরা তাঁদের পাশে দাঁড়াব। আমরা মাস্কও দিয়েছি তাঁদের। সামাজিক দূরত্ব সম্পর্কে তাঁদের সচেতন করে প্রধানমন্ত্রীর বার্তাও জানিয়েছি’।