বাংলাহান্ট ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তেমনই লকডাউনের বাজারে বেড়েই চলেছে সোনা (Gold) রূপোর (Silver) দাম। কেনা বেচা বন্ধ থাকলেও, দামের বৃদ্ধি কিন্তু উর্দ্ধগামী। করোনা (COVID-19) পরিস্থিতি সামাল দিতে দেশে জারি করা হয়েছে লকডাউন অবস্থা। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে এখন বেরোচ্ছেন না। পরিবারের সঙ্গে বাড়িতে থেকেই করোনা ভাইরাসের প্রসারে বিগ্ন ঘটাচ্ছে।
এই লকডাউন অবস্থা জারী থাকবে আগামী ১৪ ই এপ্রিল অবধি। অন্যান্য দেশের মতো ভারত সরকার প্রয়োজন বুঝলে এই লকডাউনের সময়সীমা বাড়াতেও পারেন। এই সময় বন্ধ রয়েছে সমস্ত বৈদেশিক বাণিজ্য। যার ফলে বন্ধ এখন সোনা রূপোর বাজার। শুধু মাত্র বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি সব দোকানই এখন বন্ধ। কিন্তু এই বন্ধ থাকার বাজারেও ক্রমাগত বেড়েই চলছে সোনা রূপোর দাম। এবং শতচিন্তার মধ্যেও হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে।
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৫১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৫১ টাকা। তবে আজ কিন্তু সোনার দাম বেশ কিছুটা বেড়েছে। আজ সোনার দাম বেড়ে হয়েছে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪১৫২০টাকা এবং ১ গ্রামের দাম হয়েছে ৪১৫২ টাকা।
আবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৪৯৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯৯ টাকা। এই ২৪ ক্যারেট সোনার দাম আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৪৯৯৯ টাকা এং ১ গ্রামের দাম ৪৪৯৯.৯০ টাকা।
সোনার দামের পাশাপাশি আজ বেড়েছে রূপোর দামও। গতকাল ১ গ্রাম রূপোর দাম ছিল ৪০.৯৯ টাকা। আজ তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ গ্রামের দাম ৪১ টাকা।
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।