করোনা যুদ্ধ: নবজাত ছেলের মৃত্যুর পর স্ত্রীকে সান্তনা পর্যন্ত দিতে পারলেন না, এলেন কাজে

করোনা মোকাবিলা করতে পুলিশ আর ডাক্তারদের অনেক মারাত্মক ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যেই একটা ঘটনা খুব হৃদয় বিদারক। পুলিশের ডিউটি করতে করতে নিজের ছেলের মৃত্যুর পরেও পাশে দাঁড়াতে পারেন নি এক পুলিশ। তার নাম অর্জুন, তিনি পুলিশ দলের সাথে সিরমৌড়ের পাওয়া একটি করোনা ভাইরাসের রোগীকে বাড়িতে বা ছাড়ার জন্য গিয়েছিলেন।

সুতরাং, তিনি সাবধানতা হিসাবে বাড়িতে যাচ্ছেন না। নাজানের মূল মোড়গুলিতে প্রায়শই অর্জুনকে ট্রাফিক ডিউটিতে দেখা যায়। জানা গিয়েছে অর্জুনের স্ত্রী সুমনও পুলিশ বিভাগে কর্মরত।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই  বাড়ি ছেড়ে কোরোনা হতেই পারে বলে অর্জুন এমনকি শোকের এই মুহুর্তে স্ত্রীর সাথেও দেখা করতে পারেননি।  অনেক কষ্ট মনে চেপে রাখে। এরপরে তিনি হাসপাতালে স্বল্প-পরিবেশন করা স্ত্রীকেও দূর থেকে কথা বলেছিলেন এবং অভিনন্দন জানিয়েছেন। কিন্তু নিজের মনের কষ্ট সে চেপে রাখে।

coronavirus test tube reuters 1583766881

শুক্রবার, ছেলের শেষ কাজ সম্পন্ন হয়। আর অনুষ্ঠানটি সম্পাদন করে আবার ডিউটিতে ফিরে আসেন।  এই ভাবেই নিজের সব বিসর্জন গেছে অর্জুন এর। অর্জুন বলেছিলেন যে “সঙ্কটের এই মুহুর্তে দায়িত্ব হ’ল সবকিছু, তবে সংক্রমণ রোধও জরুরি। অর্জুনের মতে বাড়িতে তার মা একা আছেন

। স্ত্রী শিলাইয়ে আছেন। গত বছর তাঁর বাবা মারা যান।”চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ভারতের অবস্থা খুব খারাপ।

সম্পর্কিত খবর