বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণ এর জেলা গুলিতে নামমাত্র বৃষ্টিও হয় নি। বরং তাপমাত্রা বেড়ে আরো অসহনীয় হয়ে উঠছে প্রতিদিন। উত্তরে যদিও বৃষ্টির পরিমান ভালই। শিলাবৃষ্টির সাদা বরফে ঢেকেছিল দার্জিলিং ও সিকিম। এই পরিস্থিতিতে আজও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়া এবং শিলা বৃষ্টি হতে পারে। বিকেলের পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-তে।
গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। অরুণাচল প্রদেশ এবং সিকিমের উপর বিচ্ছিন্ন তুষারপাত হতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে ।
আগামী সপ্তাহে ঝড় ও বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে , রাঁচি সহ সংলগ্ন অঞ্চলগুলি 14-15 এপ্রিল আংশিকভাবে মেঘলা থাকবে। 14-15 এপ্রিল রাজ্যের কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সাথে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা গুলিতেও।