আমি নিজেও ধান কাটতে মাঠে গিয়েছি, ৫০ জন লোক লাগে না:মমতা ব্যানার্জী

গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )জানান যারা একশো দিনের কাজে বসে আছে তারা এবার ধান কাটতে যাবেন, অর্থাৎ তাদের ধান কাটার কাজে লাগানো হবে। তিনি জানান ধান কাটতে তিনি অনেকবার মাঠে গিয়েছেন। লকডাউনের জন্য ধান কাটায় বাঁধা থাকবে না আর ধান কাটার পর তা চাষিদের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করা হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবারের সাংবাদিক বৈঠক তিনি বলেন এর থেকে সংক্রমন ছড়ানোর কোনো আশংকা নেই। প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে।শনিবার ৩০ এপ্রিল পর্যন্ত লক ডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদী সরকার।

mamata

এদিন তিনি জানান ‘ধান কাটতে তো একসঙ্গে ৫০ জন যায় না। আমি নিজেও ধান কাটতে অনেকবার মাঠে গেছি। চার পাঁচজন মিলে কাটে। বড়জোর ২ জন কাটে। আর ২ জন তুলতে তুলতে যায়। ধান কাটতে এত লোকের দরকার নেই।’

ধান বিক্রি করার জন্য চাষিদের বেশি দূরে যাওয়ার দরকার নেই, তাদের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করা হবে এমনটাই জানান তিনি। রাজ্য সরকার একটি মোবাইল অ্যাপ এর কোথাও জানান, এমন একটি অ্যাপ বানানো হবে যেই অ্যাপের মাধ্যমে টাকা দিলেই সরকারি আধিকারিকরা চাষির কাছে সরাসরি ধান কিনতে পারবে। নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

সম্পর্কিত খবর