বাংলাহান্ট ডেস্কঃ করোনা আতঙ্কে এই মুহুর্তে কাপছে গোটা দেশ। সারা ভারতের প্রতিটি কোনায় ২১ দিনের জন্য চলছে লকডাউন। করোনার জেরে আগেই বন্ধ হয়েছিল স্কুল ও কলেজের স্বাভাবিক কাজকর্ম, যার জেরে গোটা দেশের প্রথাগত শিক্ষা ব্যাবস্থা স্তব্ধ। ছাত্র ছাত্রীদের কাছ থেকে সাড়া পেয়ে আগামী ৩০ জুন পর্যন্ত ক্লাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে শিক্ষামন্ত্রী জানালেন সরকারের এই সিদ্ধান্তের কথা।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় , ৭ থেকে ১৩ এপ্রিল দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস এর ব্যাবস্থা করেছিলেন । ছাত্র-ছাত্রীরা শিক্ষকদেরকে প্রশ্ন করতে পারবেন। রাজ্য সরকারের ‘বাংলার শিক্ষা’ পোর্টালে ই-মেল করে, হোয়াটস অ্যাপ বা ফোন করে প্রশ্ন করতে পারবে ছাত্রছাত্রীরা।
১৮০০১০৩৭০৩৩ নম্বরটি এডুকেশন হেল্পলাইন হিসাবে চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি, ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোম টাস্ক দেওয়া হবে।
প্রসঙ্গত করোনা মোকাবিলায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে যাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনা করবার মানসিকতা না চলে যায় তাই হোম টাস্ক দেবার ব্যাবস্থা বলে জানা যাচ্ছে শিক্ষামন্ত্রক সূত্রে।বাংলার শিক্ষা পোর্টালে বিষয় অনুযায়ী হোম টাস্ক দেওয়া হবে। স্কুল খোলার পর শিক্ষকদের তা দেখাতে হবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে।
প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ গোটা বিশ্ব প্রায় স্তব্ধ। ভারতেও নিজের থাবা বাড়িয়েছে করোনা। যে কোনো মুহুর্তে আমরা পৌঁছে যেতে পারি সংক্রমণের তৃতীয় পর্যায়ে। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর পাশাপাশি রাজ্য সরকার যেভাবে শিক্ষার কথা চিন্তা করেছে তাকে সাধুবাদ জানাচ্ছে অভিভাবক থেকে শিক্ষাবিদরা।