‘তারকারা তো নামসর্বস্ব, আসল কাজ ওরাই করেন’, চিকিৎসক, সাফাইকর্মীদের কুর্নিশ আয়ুষ্মানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি।


শুধু ছাড় নেই জরুরি পরিষেবার কর্মীদের। চিকিৎসক, স্বাস্থ‍্যকর্মী থেকে শুরু করে সাফাইকর্মীরাও সারাদিন রাত খেটে চলেছেন সাধারন মানুষের জন‍্য। যাতে তারা সুস্থ থাকেন সেইজন‍্য করোনা মোকাবিলায় মাঠে নেমে লড়াই করছেন তারা। এবার তাদেরই কুর্নিশ জানালেন আয়ুষ্মান খুরানা। যারা সাধারন মানুষদের জন‍্য এই পরিস্থিতিতেও বাইরে বেরিয়ে নিজের কাজ করছেন তাদের সেলাম করলেন নিজের লেখা কবিতার মাধ‍্যমে।

কবিতায় আয়ুষ্মান লিখেছেন, ‘সেলাম সেই সব মানুষদের যারা এই অবস্থাতেও রাস্তায় বেরিয়ে আবর্জনা পরিষ্কার করছেন। কিন্তু আমরা কোনওদিনই তাদের দাম দিইনি। যখন এইসব কিছু ঠিক হয়ে যাবে তখন তাদের এই অবদান মনে রাখবেন। আমরা শুধু টাকা দিতে পারি। কিন্তু লড়াইটা ওদেরই করতে হবে। কোনও কাজ ছোট নয়।’ এই কবিতা নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন আয়ুষ্মান। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। এত সহজে এই কঠিন সত‍্যগুলো বলার জন‍্য নেটিজেনরাও বাহবা দিয়েছেন অভিনেতাকে।

X