বাংলাহান্ট ডেস্ক: নয় নয় করে ৭৭টি বসন্ত পেরিয়ে এসেছেন অমিতাভ বচ্চন (amitabh bachchan)।। অভিনয় জগতে তাঁর পদার্পণেরও অর্ধশতক পেরিয়ে গিয়েছে। তাও তাঁকে দেখে কে বলবে? চোখের কোণে একটু বলিরোখা ছাড়া বয়সের ছাপ পড়তে দেননি শরীরে। ছ’ফুটের উপর লম্বা শরীরটাকে কব্জা করতে পারেনি বার্ধক্য। কিন্তু এতদিন সযত্নে রক্ষা করে এলেও আর তা সম্ভব নয়। শরীর এবার ভাঙছে অমিতাভের। চোখের দৃষ্টিও এবার কমতে শুরু করেছে। সম্প্রতি এমনই আশঙ্কার কথা জানালেন বিগ বি।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছেন তিনি। তিনি লিখেছেন, ‘আজকাল চোখের সামনের সবকিছুই যেন ঝাপসা দেখি। সবকিছুই দুটো করে দেখছি। আমার মনে হচ্ছে আমি হয়ত দৃষ্টিশক্তি হারাতে বসেছি। আরও হাজারো শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি।’ তাই এই সময় বিগ বি ফিরে গিয়েছেন পুরোনো দিনে, নিজের ছোটবেলায়।
অমিতাভ জানিয়েছেন, ছোটবেলায় চোখে কিছু হলেই তাঁর মা শাড়ির আঁচলের প্রান্তটা গোল করে পাকিয়ে মুখের গরম ভাপ দিয়ে সেটা চোখে দিয়ে দিতেন। সঙ্গে সঙ্গে সব সমস্যা দূর হয়ে যেত। মায়ের সেই টোটকাই এখনও অবলম্বন করেছেন অমিতাভ। একটি তোয়ালে নিয়ে সেটা গরম জলে ভিজিয়ে চোখে ভাপ দিয়েছেন। সঙ্গে অবশ্য চিকিৎসকদের পরামর্শ মতো ঘন্টায় ঘন্টায় চোখে ড্রপও দিচ্ছেন।
তবে অভিনেতা এও জানিয়েছেন যে চিকিৎসকরা বলেছেন তাঁর সব আশঙ্কাই অমূলক। তাঁরা আশ্বস্ত করেছেন যে অন্ধ তিনি হচ্ছেন না। কেবল মাত্র কম্পিউটারের সামনে এত সময় বসে থাকার জন্যই এই সমস্যা হচ্ছে তাঁর। মায়ের টোটকা কাজে লাগিয়ে যে ফল পেয়েছেন তাও জানাতে ভোলেননি অমিতাভ।
প্রসঙ্গত, এর আগে অমিতাভ জানিয়েছিলেন তাঁর শরীর সংকেত দিচ্ছে, এবার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। কিন্তু সেই সব বাধাই তুচ্ছ করে এখনও চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন তিনি। তাঁর হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র, গুলাবো সিতাবোর মতো ছবি।