বাড়ি বসেই কিভাবে জানবেন আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকার পরিমাণ

বাংলাহান্ট ডেস্কঃ প্রভিডেন্ট ফান্ড প্রতিটি চাকুরিজীবি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে সংস্থার কর্মচারী সেই সংস্থা ১২ শতাংশ, উপভোক্তা তার বেতনের ১২ শতাংশ এই ফান্ডে জমা হয়। আপনি কি জানেন বাড়ি বসেই আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া অর্থরাশি জানতে পারবেন। জেনে নিন কিভাবে

money

 

১. এস এম এস এর মাধ্যমে

যদি আপনার ইউএএন সক্রিয় থাকে, আপনি এসএমএসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য আপনাকে নিজের বার্তা বাক্সে EPFOHO UAN ENG টাইপ করতে হবে এবং এটি 7738299899 নম্বরে পাঠাতে করতে হবে এতে ইউএন এর পরিবর্তে আপনার ইউএন নম্বর লিখতে হবে। ইংরেজির বদলে অন্য কোনো ভাষায় লিখতে হলে ENG এর বদলে আপনার কাঙ্খিত ভাষা কোড লিখতে হবে।

২. মিস কলের মাধ্যমে

আপনি যদি ইউএএন পোর্টালে রেজিস্টার করে থাকেন তবে মিস কলের মাধ্যমেও পিএফ ব্যালান্স জানা সম্ভব। এর জন্য, আপনাকে আপনার রেজিস্টার হওয়া মোবাইল নম্বর থেকে 011-22901406 এ একটি মিস কল দিতে হবে।

৩. ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে

ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমেও পিএফ ব্যালেন্স সেকেন্ডের মধ্যে জানতে পারেন। ওয়েবসাইটে লগ ইন করার পরে, আপনি একসাথে আপনার সমস্ত পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স খুঁজে পেতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে আপনার ইউএএন নম্বর লাগবে।

৪. উমাঙ্গ অ্যাপের মাধ্যমে
কেন্দ্রীয় সরকারের এই অ্যাপের মাধ্যমেও আপনি জানতে পারবেন আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স। প্লে স্টোর থেকে ডাউনলোড ও ইন্সটল করে নিতে হবে অ্যাপটি। এই অ্যাপটি খোলার পরে আপনাকে ইপিএফও বিকল্পটি নির্বাচন করতে হবে। এর পরে আপনাকে ‘কর্মচারী কেন্দ্রিক পরিষেবা’ বিকল্পে ক্লিক করতে হবে। এর পরে, পিএফ এর ভারসাম্য খুঁজে পেতে আপনাকে ‘ভিউ পাসবুক’ ক্লিক করতে হবে। এখানে আপনি ইউএএন নম্বর এবং মোবাইল নম্বরের মাধ্যমে আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন।

পাশাপাশি, বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রতিটি ছোট সংস্থার বেতন দিতে নাভিশ্বাস উঠছে। তাই সেই সংস্থাগুলি ও তার কর্মচারীদের কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। ভারত সরকার জানিয়েছে, প্রভিডেন্ট ফান্ডে আগামী তিন মাসের জন্য নিয়োগকর্তা এবং কর্মচারীর (প্রত্যেকে 12 শতাংশ) প্রদান করবে। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানে কমপক্ষে ১০০ জন কর্মচারী এবং তাদের অন্তত ৯০ শতাংশ এর বেতন মাসিক ১৫ হাজার টাকার নীচে হতে হবে। সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে, এই সুযোগটি গ্রহণের জন্য দয়া করে সমস্ত কর্মচারীদের বেতন প্রদান এবং সময়মতো ইসিআর ফাইল করুন।

পাশাপাশি, সম্প্রতি প্রফিডেন্ট ফান্ড ভোগী প্রায় ৬ কোটি মানুষের জন্য অভিনব ঘোষনা কেন্দ্রের। মহামারির আর্থিক সংকট থেকে চাকরিজীবিদের রেহাই দিতেই এই পদক্ষেপ কেন্দ্রের।এখন জমানো ৭৫ শতাংশ টাকা কিংবা তিন মাসের বেসিক পে, যেটি কম হবে, সেই পরিমাণ টাকা তাঁরা ইপিএফ থেকে তুলতে পারবেন

শ্রমমন্ত্রকের তরফ থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যামেন্ডমেন্ট স্কিম ২০২০ লাগু হয়েছে ২৮ মার্চ থেকে। এখন আবেদন করলেই প্রয়োজনে ইপিএফও থেকে টাকা তোলা যাবে।

 


সম্পর্কিত খবর