চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে আমেরিকাতে বেশি ছড়ায় এই ভাইরাস। এসবের মধ্যে
ট্রাম্প প্রশাসনের সোমবার আমেরিকান প্রশাসনের তরফ থেকেই জানিয়েছে যে তিনি ভারতকে ১৫৫ মিলিয়ন ডলারের এক সৌদে হার্টুন ব্লক ২ এয়ার লঞ্চ ম্যাসাইল এবং টর্পিডো দেবেন । এই পাঠ্যসূচির আওতাধীন ভারত ১০ এজিএম -৪৪ এল হার্পুন এয়ার লঞ্চ ম্যাসেইল ৯২ মিলিয়ন ডলার মূল্যের, ১ এমএল ৫৪ রাউন্ড টর্পিডো -৩ এমকে ৫৪ এক্সসাইজ টর্পিডো মিলিয়ন ডলার । আমেরিকান সুরক্ষার বিভাগের পাশের তথ্যগুলি ভারত সরকারের পক্ষের কাছ থেকে এই সম্পর্কিত আপিলের সময় হয়েছে। তাই এই খবর জানানো হয়েছে।
প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা পার করেছে ৮ হাজার।