করোনা থাবা মন্ত্রীসভায়ঃ আক্রান্ত কংগ্রেস বিধায়ক, সন্দেহের তালিকায় গুজরাটের মুখ্যমন্ত্রীও

বাংলাহান্ট ডেস্কঃ এবার করোনা (COVID-19) আক্রান্ত হলে গুজরাটের (Gujarat) এক কংগ্রেসের বিধায়ক। আক্রান্ত ব্যক্তি করোনা পজেটিভ হওয়ার কয়েক ঘন্টা আগে মন্ত্রীসভার এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি, রাজ্যের উপমুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলসহ বেশ কয়েকজন মন্ত্রীসভার সদস্য। সকলেরই এখন করোনা পরীক্ষা করা হবে। এবং ভাইরাসের সংক্রমণের সন্দেহে স্যানিটাইজ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বাসভবন।

newww

গুজরাটে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। এই সংক্রমণের মধ্যেও মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী রুপাণির সরকারি বাসভবনে বৈঠকের জন্য যান কংগ্রেসের তিন বিধায়ক। যার মধ্যে উপস্থিত ছিলেন এই আক্রান্ত বিধায়ক। তিনি ২০১৭ সালের নির্বাচনে পর আহমেদাবাদের একটি কেন্দ্রের বিধায়ক হিসাবে নির্বাচিত হন। এবং সমগ্র গুজরাটের মধ্যে ওই আক্রান্ত বিধায়কের এলাকাতেই সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

ওই বৈঠকে অংশ নিয়েছিলেন গুজরাট রাজ্যের উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্য সচিব, আহমেদাবাদ পুরসভার আধিকারিক এবং আহমেদাবাদের পুলিশ কমিশনার। বৈঠক শেষে গুজরাটের সচিবালয়ের নর্মদা হলে একটি সাংবাদিক সম্মেলনেও যোগ দেন ওই আক্রান্ত বিধায়ক। এই আক্রান্ত বিধায়কের সঙ্গী ২ কংগ্রেস বিধায়ককে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী রুপাণির থেকে অন্তত ১৫-২০ মিটার দূরে বসেছিলেন। এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ মতো সব করা হবে। বর্তমানে ওই মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বাসভবন এবং নর্মদা হল স্যানেটাইজ করা হচ্ছে।

corona virus 6

এলাকায় করোনা সংক্রমণের মাত্রা বেশি থাকার পরও ওই বিধায়ক কিভাবে ওই বৈঠকে অংশ নেন, সে বিষয়েও এখন পর্যালচনা চলছে। এছাড়াও বৈঠকে উপস্থিত সকল ব্যক্তির চিকিৎসা করা হবে। এবং নর্মদা হলে উপস্থিত সকল সাংবাদিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Smita Hari

সম্পর্কিত খবর