বাংলাহান্ট ডেস্ক: রাজনীতির রং দূরে সরিয়ে রেখে নববর্ষে (new year) নতুন করে ধরা দিলেন মিমি চক্রবর্তী (Mimi chakrabarty)। পয়লা বৈশাখে কিছু এইচআইভি পজিটিভ (HIV positive) শিশুদের (children) সাহায্যে (help) এগিয়ে এলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী। অন্যরা যেখানে ফটোশুট করে বা অন্য কোনও ভাবে উদযাপন করলেন বছরের এই প্রথম দিন, সেখানেই একটু ভিন্ন ভাবে বাংলার নতুন সাল শুরু করলেন মিমি।
সোনারপুরের লাঙ্গলবেড়িয়ার গোবিন্দপুরের কাছে আনন্দ ঘর নামে একটি ফাউন্ডেশন। নববর্ষের শুভ দিনে সেখানকারই ১২০ জন বিশেষ ভাবে সক্ষম ও এইচআইভি পজিটিভ শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মিমি। এই দিনে শিশুদের জামাকাপড় ও খাওয়াদাওয়ার বন্দোবস্ত করেন তিনি।
লকডাউন মেনে সশরীরে সেখানে উফস্থিত থাকতে না পারলেও পুরো ব্যাপারটাই ভিডিও কলের মাধ্যমে তদারকি করেন অভিনেত্রী। তাঁর কথায়, “সারা জীবনের মতো এই শিশুরা লকডাউন। তাই আজ নববর্ষের শুভ দিনে ওদের কাছে কিছু পাঠানোর চেষ্টা করলাম। ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল ওরা কতটা পরনির্ভরশীল। কতটা বন্দি জীবন কাটাচ্ছে। নতুন বছরে ওদের মুখে হাসি ফোটাতে পেরে খুব ভাল লাগছে।”
ভিডিও কলে মিমি শিশুদের জানান, লকডাউন উঠলেই তাদের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। তিনি আরও জানান, এই গোটা উদ্যোগটাই তাঁর ব্যক্তিগত, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
নববর্ষের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন মিমি। সেই সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, সাংবাদিক সহ যারা করোনা মোকাবিলায় সারা দিন খেটে চলেছেন তাদেরও শুভেচ্ছা জানান তিনি।