ডাক্তার বাবার কাছে যেতে পারছে না একরত্তি, মুহুর্তে ভাইরাল চোখে জল আনা ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (covid 19) থেকে বিশ্বকে মুক্ত করতে প্রধান ভূমিকায় লড়ছেন ডাক্তাররা (doctors) । দিনের পর দিন তাদের পরিবার ছেড়ে আলাদা থাকতে হচ্ছে সংক্রমণের ভয়ে। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হল এক ডাক্তার ও তার মেয়ের মর্মস্পর্শী ভিডিও (video)। সামাজিক মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়তেই এই চোখে জল আনা ভিডিও হয়েছে ভাইরাল। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, This has made me real sad ( এটি আমাকে সত্যিকারের দু: খিত করে তুলেছে)

PicsArt 04 15 07.28.41

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ে তার বাড়ির দরজার দিকে হাঁটছে। কাচের দরজার ওপারে তার বাবা, তিনি মুখোশ পরা। বাবা তখন বসে দরজার ওপাশ থেকে হাত নাড়ায়। মেয়েটি দরজা খোলার চেষ্টা করে এবং না পেরে চিৎকার করতে শুরু করে। সে তার বাবার কাছে যেতে চেয়ে চিৎকার করছিল। পিতা তার কন্যাকে কেবল ফ্লাইং কিস-এর মধ্য দিয়েই ভালবাসা জানাতে পারলেন

https://twitter.com/ThePlacardGuy/status/1250293770844663808?s=19

এই আবেগঘন ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। মুহুর্তের মধ্যে আছড়ে পড়ে কমেন্টের বন্যা। তাদের প্রায় প্রত্যেকেই বাবা ও মেয়ের এই বেদনা থেকে নিজেকে আলাদা করতে পারেননি। এক নেটিজেন যথার্থভাবেই মন্তব্য করেছেন, Such emotions are hard to explain in words (এই আবেগ শব্দে ব্যাখ্যা করা অসম্ভব )

https://twitter.com/Me_InSoLiTuDe/status/1250294732594372608?s=19

https://twitter.com/Sanghi_Trump_I/status/1250295727453958145?s=19

https://twitter.com/0Vandematram0/status/1250297611480752128?s=19

 

এই মুহুর্তে গোটা বিশ্বে মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। নিজেদের সুরক্ষা বিপন্ন করে, পরিবারের থেকে দূরে থেকে কিভাবে ডাক্তাররা লড়াই করছেন তার প্রকৃষ্ট উদাহরন এই ভিডিও। যা আপনার চোখেও জল এনে দেবে।

সম্পর্কিত খবর