কোরোনার থাবা, প্রাণ গেলো পাঞ্জাবের লুধিয়ানায় কমিশনার অফ পুলিশের

করোনা সংক্রমণ কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে, আপাতত এই রোগের প্রকোপে আপাতত পনেরো হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেকেই সুস্থ হয়েছে কিন্তু অনেক মানুষ মারা গেছেন।প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে।

coronavirus test tube reuters 1583766881

পাঞ্জাবের লুধিয়ানায় কমিশনার অফ পুলিশ অনিল কোহলি। লুধিয়ানাতে এসপিএস হাসপাতাল তার মৃত্যু হয়েছে আজ সকালে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এই পরিস্থিতিতে অনেকেই চীনকে দোষ দিয়েছে।

সম্পর্কিত খবর