বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটের মধ্যেই ভারত (India) সরকার বিদেশি বিনিয়োগের বিষয়ে এক বিরাট পদক্ষেপ নিল। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে শনিবার এক বৈঠকের মাধ্যমে জানানো হয় যে, ভারতের সীমান্তবর্তী দেশের কোন ব্যক্তি বা কোন সংস্থা সরকারের অনুমতি ব্যতীত ভারতের বিনিয়োগ করতে পারবে না। এ প্রসঙ্গে তারা জানান, ”ভারতের সীমান্ত-লাগোয়া কোন দেশ যদি এ দেশে বিনিয়োগ করতে চায়, তখন সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক”। সূত্র মারফত জানা যায়, বিশেষত চীনের কথা মাথায় রেখেই ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে।
চীনের করোনা ভাইরাসের কারণে বিশ্ব এখন সমস্যার মধ্যে রয়েছে। তাঁর মধ্যে ভারতও ব্যতিক্রম নয়। তাই এই সংকটের মধ্যেও ভারত সরকার এক বড় পদক্ষেপ নিল। ভারতের সীমান্ত এলাকার কোন দেশের কোন ব্যক্তি বা কোন সংস্থা যদি ভারতে বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই ভারত সরকারের অনুমতি নিতে হবে। ভারত সরকারের অনুমতই ব্যতীত এই কাজ সম্ভাব নয়।
দেশে বিদেশি কোম্পানির বিনিয়গের ক্ষেত্রে ভারতে দুতী নিয়ম জারী রয়েছে। একটি হল স্বয়ংক্রিয় পদ্ধতি, যা অনুসারে বিদেশের যেকোনো কোম্পানী ভারতে বিনিয়গ করতে পারবে। তাঁর জন্য আলাদা করে সরকারের অনুমতির প্রয়োজন নেই। এই পদ্ধতির ক্ষেত্রে এতদিন পাকিস্তান এবং বাংলাদেশ বাদে যেকোনো বিদেশি কোম্পানী র ব্যক্তি ভারতে বিনিয়োগ করতে পারত।
অপর পদ্ধতির ক্ষেত্রে, ভারতে বিনিয়োগের জন্য ভারত সরকারের সম্মতির প্রয়োজন রয়েছে। বিশেষত প্রতিরক্ষা, টেলিকম এবং ওষুধ-সহ এমন আরও ১৭টি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য সরকারের অনুমতি বাধ্যতামূলক। এতদিন পাকিস্তান এবং বাংলাদেশ শুধুমাত্র এই নিয়মের মধ্যে পড়ত। তবে এবার থেকে চীনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হতে পারে। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে এরপর থেকে চীন সরকারকে ভারত সরকারের অনুমতি নিতে হবে।