নির্বাচনের জন্য করোনা সংকটের মধ্যেও লকডাউন উপেক্ষা করে জনসভা করতে চাইছে ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসে এখনও অবধি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশ আমেরিকা। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের (COVID-19) ফলে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ এবং মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প সরকার তাঁর পরবর্তী নির্বাচনের জন্য জারী করা লকডাউন তুলে নিতে চাইছে। সেই কারণে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিউ ইয়র্কের গভর্নরের মধ্যে মতো পার্থক্য ঘটতে দেখা যায়।

bg20190421205355

চীনের উহান প্রদেশ ছাড়িয়ে করোনা ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমেরিকায় এই ভাইরাস গ্রহণের মতো ছেয়ে রয়েছে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন এই রোগের কবলে পড়ে। নাগরিকদের সুরক্ষার জন্য জারী করা হয়েছে লকডাউন অবস্থা। এই সংকটের মধ্যেও আগামী নভেম্বরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চান ডোলান্ড ট্রাম্প। সেই কারণে এই লকডাউন ব্যবস্থা তুলে জনসভা করতে চাইছেন তিনি।

corona 4

নির্বাচনের জন্য জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু লকডাউনের জেরে সেই জনসভা করতে পারছেন না ট্রাম্প সরকার। তাই তিনি চাইছেন আমেরিকা থেকে লকডাউন ব্যবস্থা তুলে নিতে। এই কারণে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে নিউ ইয়র্কের গভর্নরের মতপার্থক্য সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন রাজ্যের গভর্নররাও ট্রাম্পের বিরুদ্ধে চলে যায়।

ট্রাম্পের বক্তব্য, ‘লকডাউন তুলে নিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে প্রাধান্য দিতে হবে। লকডাউনের কারণে আসন্ন নির্বাচনের জন্য কোন সভা বা র‍্যালিও করা যাচ্ছে না। তাই আমি রাষ্ট্রপতি হওয়ার দরুণ দেশ থেকে লকডাউন সরাতে চাই, আমার কাছে সেই ক্ষমতা আছে’।

donald trump 1

ট্রাম্পের এই বক্তব্যের যোগ্য জবাব দিয়ে নিউ ইয়র্কের গভর্নর বলেন, ‘তিনি শুধু দেশের রাষ্ট্রপতি, রাজা নন। এখন এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না, যেখানে নাগরিকদের অসুবিধা হয়’। লকডাউনের জন্য দেশের অর্থনৈতিক ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা লাঘু করার জন্য ট্রাম্প লকডাউন তুলে নিতে চাইছেন। কিন্তু গভর্নররা চাইছেন, নাগরিকদের সুরক্ষার্থে এখন দেশে লকডাউন অবস্থাই জারী থাকুক। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। দেশের এই শোচনীয় অবস্থার মধ্যেও ট্রাম্প আশা করছেন, খুব শীঘ্রই দেশ এই সংকট থেকে মুক্ত হবে এবং তিনি নির্বাচনের জন্য সভা, র‍্যালি করতে পারবে।

Smita Hari

সম্পর্কিত খবর