Jio এর দশ শতাংশের মালিক facebook, আসছে বড় পরিকল্পনা ! ভিডিওতে জানালেন অম্বানি 

বাংলাহান্ট ডেস্কঃ মুকেশ আম্বানির (mukesh Ambani) Jio-র ১০ শতাংশ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে মার্ক জুকারবার্গের( mark Zuckerberg) সংস্থা facebook। ভিডিওতে(video) জনগনের সাথে এই তথ্য ভাগ করে নিলেন jio এর কর্নধার । ২০১৯ সালের নভেম্বর মাসে মুকেশ আম্বানির সংস্থার বাজার মূল্য ছিল প্রায় ৫৬-৭০ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে তার ১০ শতাংশ শেয়ারের মূল্য হয় ৬.৫ বিলিয়ন থেকে ৭ বিলিয়ন ডলার।

IMG 20200422 WA0005

নিজের ফেসবুক পেজে এই ব্যাপারে লিখেছেন জুকারবার্গও। তিনি বলেন, ফেসবুক জিও প্ল্যাটফর্মের সঙ্গে জোট বাঁধছে। আমরা আর্থিক বিনিয়োগ করেছি। তারসঙ্গে আমরা একসঙ্গে সামনে কিছু বড় প্রোজেক্টে কাজ করতে চলেছি, যা ভারতে বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।

https://www.instagram.com/tv/B_RKPTTDrOA/?igshid=1xsf8qyuk1amm

https://m.facebook.com/story.php?story_fbid=10111830591845901&id=4

বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে।

অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে। সব মিলিয়ে,বর্তমানে দেশের এক নম্বর টেলিকম সংস্থা Reliance Jio। গোটা দেশে সংস্থার গ্রাহক সংখ্যা ৩৭ কোটি ছাড়িয়েছে।
এই মুহূর্তে দেশে জিও শেয়ার বেশ লাভজনক। জানা যাচ্ছে এবার জিওর শেয়ার কিন্তু উদ্যোগী হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়েন্ট Facebook।

সম্পর্কিত খবর