অর্থনীতির চাবুক পড়তে পারে রেলকর্মীদের উপরেও, কড়া পদক্ষেপ নেওয়ার পথে ভারতীয়

বাংলাহান্ট ডেস্কঃ রাজস্ব বিভাগের পর এবার কোপ পড়তে চলেছে ভারতীয় রেলের (indian railway) কর্মচারীদের আয়েও, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। জানা যাচ্ছে, ভারতীয় রেল আর্থিক সংকট মেটাতে ওভার টাইম সহ বেশ কিছু ক্ষেত্রে রেল কর্মীদের আয় কমাতে চলেছে।

Indian Railways 650

ভারতীয় রেল বরাবরই ক্ষতিতে চলা একটি সংস্থা। কিন্তু ভারতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যত চাকুরি আছে তাদের মধ্যে অন্যতম সেরা চাকুরি রেলের। কর্মচারীদের বিপুল সুবিধার পাশাপাশি ভারতীয় রেলের বেতন কাঠামো বেশ আকর্ষনীয়। কিন্তু এবার সেই রেল কর্মীদের আয়েই বড় কোপ পড়তে চলেছে। জানা যাচ্ছে, মূলত ডি এ ও এলটিএ কমানো হবে। এছাড়া প্রতি কিলোমিটার হিসাবে রেলের ড্রাইভার ও গার্ড যে অতিরিক্ত অর্থ পেতেন তাও পাওয়া যাবে না বলে জানা যাচ্ছে। ৫০% পর্যন্ত কমতে পারে ওভার টাইম বাবদ প্রাপ্ত অংশ। যদিও এখনো পর্যন্ত ভারতীয় রেলের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

এর আগে, কেন্দ্রীয় সরকার রাজস্ব বিভাগকে একটি সার্কুলার পাঠিয়ে বলেছে, রাজস্ব দপ্তরের অফিসার ও কর্মীদের কাছে আবেদন করা হচ্ছে যে তারা যেন ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ আগামী ১ বছরের প্রতি মাসে একদিনের বেতন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন। এই ব্যাপারে কোনো আপত্তি থাকলে তা দপ্তরকে জানানোর ও নির্দেশ দেওয়া হয়েছে। আর তা জানাতে হবে ২০ এপ্রিলের মধ্যেই।

১৩ই মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল যা ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকরী হওয়ার কথা ছিল।  তাও রাষ্ট্রের এই ক্ষয়মান অর্থনৈতিক সংকট এর সময়ে দেওয়া হবে না।

মূলত, করোনা ও অর্থনৈতিক মন্দার জোড়া ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশের অর্থনীতি। এবার সেই সংকটের সমাধান করতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

সম্পর্কিত খবর